মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়া জেলার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ২১ জুলাই এর প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় একুশে জুলাই এর প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এছাড়াও রাজ্যের মন্ত্রী তৃণমূলের নেতৃত্ব তাদের নিয়ে আজকের এই সভা এই সভা থেকে কি বার্তা দেন এদিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূলের নেতৃত্ব একুশে জুলাই এর প্রস্তুতি নিয়ে এই সভায় যোগ দেয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। পরিষদীয় দলের চেয়ারম্যান এবং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিজেপির পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে সাংবাদিকদের বলেন, বিজেপি আগে তাদের নিজেদের পরিবার সামলাক, পরে অন্যদের পরিবারকে দেখবে। তৃণমূল কংগ্রেস একটি বৃহত্তর পরিবার ২০২১ নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী সভা এখানে ছিল বিজেপির নেতৃত্বরা এখানে এমপিদের দাঁড় করিয়ে দিয়েছিল। তা সত্ত্বেও তৃণমূল ২০০ পার করেছে। আর মানুষ বিজেপিকে বর্জন করেছে। জাতীয় কর্মসূচিতে বাংলাকে নিয়ে চিন্তা অমিত শাহ দের । এই প্রসঙ্গে তিনি বলেন একমাত্র বাংলায় মাথা উঁচু করে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ সংগঠিত করছে। এর পাশাপাশি সভাশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা সম্পর্কে নদীয়া জেলার নেতৃত্বদের নিয়ে আজ এই সভা সাংবাদিকরা প্রশ্ন করেন আপনার এই সভায় যে স্বাগত যে ব্যানার তৈরি করা হয়েছিল সেই ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের কিছুটা অমান্য করার চিত্র উঠে এসেছিল সৌজন্যে কৃষ্ণনগর পৌরসভা এই লেখা নিয়ে একটু বিতর্ক এ প্রসঙ্গে তিনি বলেন এটি জেলা নেতৃত্বে ব্যাপার। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ কোন রকম চাঁদা তোলা যাবে না সে নির্দেশ মেনেই এবারের একুশে জুলাই এর ঐতিহাসিক সভা হতে চলেছে ইলেকট্রিক কে তার খোলা নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের মৃত্যু ঘটনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন সকল মৃত্যুই দুঃখ ও বেদনা তবে এই ধরনের গাফিলতি সঙ্গে যুক্ত থাকা তাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার প্রয়োজনপশ্চিমবঙ্গের একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল তাই এখানে বিজেপি ঢুকতে পারছে না তাই বিজেপি ঢোকার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ রুখে দেবে। কারণ তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সরকার কারণ বিজেপি সাম্প্রদায়িক সরকার তাই মমতা ব্যানার্জি এই সাম্প্রদায়কে রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct