নিজস্ব প্রতিবেদক, বিধাননগর, আপনজন: জনপ্রতিনিধি নয়। একেবারে অভিভাবকের ভূমিকায়। পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রথমে টেস্ট পেপার বিতরণ। পরবর্তীতে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়ার্ডে পরীক্ষার্থীদের জন্য পরিবহনের বন্দোবস্ত করেছিলেন বিধাননগর পুরনিগমের ১২ নং ওয়ার্ডের দুই প্রতিনিধি মমতা মণ্ডল ও আজিজুল হোসেন মন্ডল। সেই কর্মসূচি থেকেই ঘোষণা হয়েছিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। সেই কথামতোই কাজ। ফল প্রকাশের পরই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের ডেকে দেওয়া হল সম্মান! রবিবাসরীয় সকালে ওয়ার্ড অন্তর্গত আটঘরা প্রাথমিক বিদ্যালয় ময়দানে কৃতিদের হাতে ফুল, মিষ্টি, জলের বোতল ও ফাইল তুলে দিলেন মমতা-আজিজুল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জী অভিভূত হয়ে গেলেন। আপ্লুত বিধায়ক বলেই ফেললেন, মঞ্চের সামনের আসনে বসা উত্তীর্ণ মুখগুলিই রাজারহাটের গর্ব। এদিনে স্থানীয় বিধায়ক ছাড়াও আজিজুলের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরও এক বিধায়ক কাজী আব্দুল রহিম, পুর মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য, কাউন্সিলর পিনাকী নন্দী, ওয়ার্ডের মসজিদের ইমাম ও গুণীজনেরা। আজিজুল জানান, সব মিলিয়ে এদিন ২০০ বেশি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct