আপনজন ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এর ফলে স্বাভাবিক জীবন-যাপন বেশ কঠিন হয়ে পড়েছে দেশগুলোর সাধারণ জনগণের জন্য। অন্যান্য দেশের মত মধ্যপ্রাচ্যের দখলদার দেশ ইসরায়েলেও ব্যাপক হারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের দাম। আর এর বিরোধীতায় বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়েছে ওঠেছে দেশটির অন্যতম প্রধান শহর তেল আবিব। শনিবার শহরটির কেন্দ্রে হাজির হন কয়েক হাজার মানুষ। তাদের অভিযোগ, খাবার এবং জ্বালানির দাম কমার কোনো লক্ষণ নেই। তার ওপর বেড়েই চলেছে বাড়ি ভাড়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct