নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: দলীয় নির্দেশ মতো একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি হিসাবে জোর কদমে প্রচার পর্বের সুচনা করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। বিগত দিনের ন্যায় এবারও একুশে জুলাই শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে কয়েক হাজার শিক্ষক নিয়ে ধর্মতলায় হাজির হবে বলে জানান সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। উল্লেখ্য সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত এই মাদ্রাসা শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা রবিবার রাজ্য সভাপতি ফারহাদের নির্দেশে জেলার দায়িত্বশীলদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে শতাধিক শিক্ষক প্রতিনিধির সামনে ফারহাদ দৃঢ় কন্ঠে বলেন, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম সহ শীর্ষ নেতাদের নির্দেশ মতো কোন রকমের চাঁদা আদায় বরদাস্ত করা হবে না। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করে আগামী নির্বাচনে বিজেপিকে ভারত ছাড়া করার আহ্বান করেন। সেই সঙ্গে শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে একুশে জুলাই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানা একেএম ফারহাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct