মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান শহরে রমজান একাডেমিতে দুইদিন ধরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির উদ্যোগে সাহিত্য আড্ডার অনুষ্ঠান হয়ে গেলো মহাসমরহে । নতুন কবি সাহিত্যিক তৈরী করা এবং অন্তপুরে থাকা কবি সাহিত্যিকদের সম্মাননা জানালো এই সংগঠন ।এই সাহিত্য আড্ডায় উপস্থিত হয়েছিলেন এই সময়ের সব চেয়ে আলোচিত লেখক ইসমাইল দরবেশ ,সংগঠনের সম্পাদক এম রুহুল আমিন গোটা রাজ্যের অবহেলিত কবি সাহিত্যিকদের এক কাছে জড়ো করে বিশাল সাফল্য লাভ করেছেন ।রমজান একাডেমির হলে গুণীদের সম্মাননা জানানো ও অনুষ্ঠান পরিচালনা করছিলেন সাবলীল ভাবে ।উপস্থিত ছিলেন ডক্টর রমজান আলি ,জাহির আব্বাস ,আবু মনিরুদ্দিন, মনুয়ারা খাতুন সহ অনেক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী । এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য উদীয়মান ও নিভৃতচারী সাহিত্যিক অনুসন্ধান ,উৎসাহদান ও সম্মাননা জ্ঞাপন। একটি শক্তিশালী পাঠক গোষ্ঠী তৈরী করা ।পিছিয়ে পড়া সম্প্রদায় পরিচালিত পত্র পত্রিকা অনুসন্ধান ও প্রচার প্রসারে সহায়তা করা ।সাহিত্য ক্ষেত্রে হিন্দু মুসলমানে সম্প্রীতি স্থাপন । এই সাহিত্য আড্ডায় অসংখ্য কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct