নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: সোশ্যাল মাধ্যম, পড়াশোনা, ব্যাঙ্কিং থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সবকিছুই আজ ইন্টারনেট ভিত্তিক এবং সবকিছুই আজ আমাদের হাতের মুঠোয়। বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা প্রায় সকলেই ইন্টারনেট ভিত্তিক হয়ে উঠলেও, আমাদের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। আর ঠিক আমাদের এই দুর্বলতাগুলির সুযোগ নিয়ে সাইবার ক্রাইম ঘটে থাকে। সাইবার ক্রাইমে বর্তমানে ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে দাঁড়িয়ে। সাধারণ মানুষকে এই ধরনের সাইবার প্রতারণার হাত থেকে সুরক্ষিত রাখতে গেলে প্রয়োজন বেশ কিছু সাইবার সচেতনতার। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই রবিবার বিকেলে হাওড়ার শরৎ সদনে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে সমবায় দপ্তর, প:ব: সরকার এর উদ্যোগে আয়োজিত হয় ওই সাইবার সচেতনতা শিবির। এই সাইবার সচেতনতা শিবিরে অরূপ রায় ছাড়াও অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, বিধায়ক কল্যাণ ঘোষ, পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস সহ বিভিন্ন সাইবার বিশেষজ্ঞ এবং বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিত্বগণ। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সিনিয়র সিটিজেন, শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত স্তরের সাধারণ মানুষ। কিভাবে সুরক্ষিত রাখবেন নিজের নেট ব্যাঙ্কিং, ডিজিটাল পেমেন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ইন্টারনেটের দুনিয়ায় কি কি করবেন ? আর কি কি করবেন না ? কিভাবে ওটিপি ফ্রড হয় ? এসব এই সেমিনার থেকে সকলে জানতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct