বিশেষ প্রতিবেদক, দিল্লি, আপনজন: বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে হরিয়ানার মানেসারের এক পঞ্চায়েত এক বিশেষ সভার আয়োজন করে। প্রায় শ দুয়েক মানুষকে নিয়ে ওই সভায় নিদান দেওয়া হয়, হিন্দু দেবতাদের নামে দোকান চালাতে হবে। আর, বয়কট করতে হবে মুসলিম বিক্রেতাদের পণ্য। মানেসারের খাপ পঞ্চায়েতের এই সভা বসে রবিবার। তবে সভাটি স্থানীয় একটি মন্দিরে বসে। সেখান থেকেই খাপ পঞ্চায়েতের কর্ণধাররা তাদের সিদ্ধান্ত কার্যকর করতে প্রশাসনকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। সভা শেষে পঞ্চায়েতের সদস্যরা ডিউটিরত ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্মারকলিপি জমা দেন। সেই স্মারকলিপিতে বেআইনি পরিযায়ী ব্যক্তিদের এলাকা থেকে উৎখাতের দাবিও জানিয়েছেন পঞ্চায়েত সদস্যরা। মানেসর ছাড়াও ধারুহেরা ও গুরগাঁও থেকেও বাসিন্দারা পঞ্চায়েতের সভায় যোগ দিয়েছিলেন। এই নিদান নিয়ে মানেসরের বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক দেবেন্দ্র সিং বলেন, এই অঞ্চলের হিন্দু সমাজের পক্ষ থেকে ক্রমবর্ধমান “ধর্মীয় মৌলবাদ” এবং “জিহাদি শক্তি”র বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য এই পঞ্চায়েতকে ডাকা হয়েছিল। কারণ, হিন্দুরা খুন হচ্ছে। বহু রোহিঙ্গা, বাংলাদেশি গুরগাঁও ও মানেসারে লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করার জন্য আমরা প্রশাসনকে একসপ্তাহ সময় দিচ্ছি। তারা কোনও কাজ না-করলে হিন্দু সমাজ ব্যবস্থা নেবে। মহাপঞ্চায়েত ডাকা হবে। সেখানেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct