মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: রাতের অন্ধকারে টিনের দেয়াল কেটে চুরি হয়ে গেল স্কুলের চেয়ার,টিন, বাঁশের খুটি ও নির্মীয়মাণ স্কুল ভবনের পিলারের রড সহ আরও অন্যান্য জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কাওয়ামারি হাই মাদ্রাসায়। স্থানীয় সূত্রে জানা যায়,গরমের ছুটির পর শনিবার ছিল ষষ্ঠ দিন স্কুল।এদিন সকাল সাড়ে দশটা নাগাদ স্কুল খুলেই শিক্ষকরা দেখেন স্কুলের টিনের দেওয়াল কেটে চেয়ার সহ অন্যান্য জিনিস চুরি হয়ে গেছে।এর আগেও স্কুলে কয়েকবার চুরি হয়েছে।এই ভাবে চুরি হতে থাকলে আগামীদিনে কিভাবে স্কুল চালাবেন তা নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা।এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মাদ্রাসার প্রধান শিক্ষক নিহারুল ইসলাম জানান,গত ৩০ শে জুন কালবৈশাখী ঝড়ে স্কুলের চালের টিন উড়ে যায়।খোলামেলা স্কুলে ক্লাস করতে বড় সমস্যায় পড়তে হয় শিক্ষকদের। এব্যাপারে ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানালেও সেই রকম কোন সরকারিভাবে আর্থিক সহযোগিতা পাওয়া যায়নি।তবে মাদ্রাসা শিক্ষকরা নিজস্ব ফান্ড থেকে স্কুল সংস্কারের কাজ শুরু করেন।শনিবার স্কুলে গিয়ে দেখা যায় টিনের দেওয়াল কেটে ছয়টি চেয়ার,চল্লিশ খানা টিন,বাঁশের খুঁটি ও পিলার থেকে প্রায় দুই কুইন্টাল রড কেটে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে।এদিন পার্শ্ববর্তী এমএসকে স্কুল বারান্দায় দাঁড়িয়ে ক্লাস নিতে হয় শিক্ষকদের।তিনি আরো জানান,স্কুলে প্রাচীর না থাকায় সন্ধ্যা হতেই স্কুল বারান্দা দুষ্কৃতী ও নেশাখোরদের আড্ডার জায়গা হয়ে উঠছে। প্রায়শই দেখা যায় স্কুল বারান্দায় ও মাঠে নেশা জাতীয় দ্রব্য ও মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকে।এতে আতঙ্কে রয়েছে ছাত্র-ছাত্রীরা।আবেদন করার দীর্ঘ বছর পর মাদ্রাসার দুটি কক্ষের পাকা ভবনের কাজ শুরু হয়েছে।এর পাশাপাশি প্রাচীন নির্মাণ হয়ে গেলে অনেকটাই দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে দাবি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের জানান,লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct