কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং, আপনজন: রেল লাইনে আত্মহত্যা করার আগেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন জিআরপি। তাদের জন্যই একসঙ্গে রক্ষা পেল দুটি প্রাণ। উদ্ধার হওয়া ওই মহিলার নাম এজিনা গায়েন । শনিবার বিকাল তিনটা নাগাদ তাকে উদ্ধার করা হয় রেললাইনে ঝাঁপ দেওয়ার আগের মুহূর্ত । স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে উড়িষ্যার রাজ্জাক সরদারের সঙ্গে বিয়ে হয় এজিনা গায়েনের। স্বামী পেশায় রান্নার কাজ করেন। কলকাতার আলিপুরের দীর্ঘদিন ধরে রান্নার কাজ করার সূত্রে কলকাতাতেই থাকেন স্বামী। বিয়ের পর থেকে প্রায়ই ক্যানিংয়ের দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়াতে থাকতেন এজিনা। আর তা নিয়েই প্রায় লেগে থাকতো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। শনিবারেই অশান্তি চরমে ওঠে। তারপর রেললাইনে এসে সুইসাইড করার চেষ্টা করে ওই মহিলা। ক্যানিং স্টেশন থেকে তাকে উদ্ধার করেন ক্যানিং ষ্টেশনের জিআরপির ইনচার্জ তাপস কান্তি দে। এ বিষয়ে এজিনার মা ছকিনা বিবি বলেন, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। এদিন ভিডিও কল করা নিয়ে অশান্তি হয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে আসে। এক কাপড়ে শিশু সন্তান কে নিয়ে বেরিয়ে আসায় আমরাও তার খোঁজ শুরু করেছিলাম। কিন্তু কোথাও খোঁজ না পেয়ে পরে শুনলাম স্টেশনে এসেছিল আত্মহত্যা করার জন্য। তাকে উদ্ধার করেছে ক্যানিং ষ্টেশনের জিআরপি পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct