আপনজন ডেস্ক: এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনটা কার—এ নিয়ে কোনো দ্বিধা থাকার কথা নয়। দিনের শুরুতে দলকে শতক আদায় করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা, ৩২তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন জিমি অ্যান্ডারসন। কিন্তু দিনটা শুধুই যশপ্রীত বুমরার। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবার ব্যাট করতে নেমেই এক বিশ্ব রেকর্ড গড়েছেন। টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডটা বহুদিন ব্রায়ান লারার ছিল। সেটি দুই দশক পূর্তির আগ মুহূর্তে কেড়ে নিয়েছেন বুমরা। কিন্তু ব্যাটিংয়ের সে রেকর্ড শুধু ইতিহাসে বুমরার জায়গা করে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। দিনটা ভারতের করে দিয়েছেন বোলিং দিয়ে। ইংল্যান্ডের টপ অর্ডারকে তুলে নিয়েছেন এই পেসার। দুই দফা বৃষ্টি বিরতির আগে-পরে বুমরার এমন মূর্তি যেন বৃথা না যায়, সেটা দিনের শেষভাগে নিশ্চিত করতে চেয়েছেন মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। তাতে ৫ উইকেটে ৮৪ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। এখনো ৩৩২ রানে পিছিয়ে স্বাগতিক দল।
৩৩৮ রানে দিন শুরু করা ভারতকে একাই টেনে নিচ্ছিলেন জাদেজা। দলকে ৩৭৫ রানে রেখে জাদেজাও (১০৪) বোল্ড হয়ে গেলে মনে হচ্ছিল ভারতের প্রতিরোধ এবার শেষ হচ্ছে। আর মাত্র ১ উইকেট বাকি। শেষ উইকেট জুটি টিকেছেও মোটে ১৫ বল। কিন্তু তাতেই ৪১ রান এসে গেছে। ৮৪তম ওভারটিতে স্টুয়ার্ট ব্রড যে উদারহস্তে বিলিয়ে গেলেন ৩৫ রান! চারটি চারের ওভারে দুটি ছক্কা মেরেছেন বুমরা। নো বল হওয়ায় যার একটি ছক্কা থেকে তো ৭ রানও পেল ভারত। ওভারটায় ওয়াইড থেকেও একবার ৫ রান পেয়েছে ভারত। দুর্দশার সেই ওভারে ব্রড অতিরিক্ত রান দিয়েছেন ৬টি। এতে টি-টোয়েন্টির পর টেস্টেও সবচেয়ে খরচে বোলিংয়ের উদাহরণ হয়ে গেলেন ব্রড। এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের কীর্তি ছিল টেস্টে। সে কীর্তিটা এক ধাপে ২৫ শতাংশ বেড়ে গেল আজ। এক ওভারে সর্বোচ্চ ২৮ রান নিয়েছিলেন তিন ব্যাটসম্যান। কিন্তু ব্রায়ান লারা, জর্জ বেইলি ও কেশব মহারাজরা আজ চলে গেলেন দুইয়ে। ছক্কা মেরে তাঁদের পাশে বসে শেষ বলে ছাড়িয়েও গেছেন বুমরা। এক ওভারেই ২৯ রান পাওয়া বুমরা শেষ পর্যন্ত অপরাজিত রইলেন ৩১ রানে। ভারত থামল ৪১৬ রানে। ইংল্যান্ডের ইনিংস ৩ ওভার হওয়ার আগেই একবার বৃষ্টি বিরতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct