আপনজন ডেস্ক: রাজস্থানের উদয়পুরে দর্জি হত্যার দুই ঘাতক কি আসলে বিজেপি বা তাদের ঘনিষ্ঠ সংগঠনের সদস্য ছিল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের মূলে আরএসএসের সংখ্যালঘু সংগঠন ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’-্এর কর্ণধার ইন্দেশ কুমারের সঙ্গে উদয়পুরের অন্যতম ঘাতক রিয়াজ আত্তারির ছবি। শুধু তাই নয়, রিযাজ আত্তারিকে আরএসএস-এর এই সংগঠনের তরফে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তার ছবিও প্রকাশ্যে আসতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে শুদ্ধব্রত সেনগুপ্ত ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’-্এর কর্ণধার ইন্দেশ কুমারের সঙ্গে রিয়াজ আত্তারির বিভিন্ন ছবি পোস্ট করেছেন। অন্যদিকে, শুধু আরএসএস-এর সংগঠন নয় বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য পদ গ্রহণ করে বিভিন্ন মিটিংয়ে রিয়াজ যে যেতেন তার সপক্ষে প্রখ্যাত সাময়িকী ইন্ডিয়া টুডে গোষ্ঠী তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ও ছবি তুলে ধরেছে। ফলে এখন গুঞ্জন উঠেছে, উদয়পুরের হত্যা কি আরএসএস পরিকল্পিতভাবে ঘটিয়েছে যাতে দেশে সংখ্যালঘু বিদ্বেষী মনোভাব আরও বৃদ্ধি পায়। আর তার সুফল বিজেপি কুড়োতে পারে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে?
উল্লেখ্য, রাজস্থানের উদয়পুরে দিন কয়েক আগে এক নৃশংস ঘটনার সাক্ষী থাকে দেশ। কানহাইয়া লাল নামে এক দর্জির দোকানে পোশাকের মাপ দেওয়ার নাম করে তাকে কুপিয়ে হত্যা করে রিয়াজ আত্তারি এবং মোহাম্মদ ঘাউস। সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ায় দেশব্যাপী মানুষ তার নিন্দায় মুখর হয়। যদিও ওই যুবক দুটি দাবি করে তারা পয়গম্বর হজরত মুহাম্মদ সা.-কে অবমাননাকর মন্তব্যকারী বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে সমর্থন করার জন্য কানহাইয়া লালকে হত্যা করেছে। এই হত্যার নিন্দায় মুখর হয়েছে দেশের সমগ্র মুসলমান সমাজও। অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে বিশিষ্ট মুসলিমরা বলেছেন, এই ধরনের কাজ ইসলাম অনুমোদন দেয় না। তাই ওই দুই ঘাতক কোনও মতেই ইসলাম পন্থী হতে পারে না। এই সন্ধিক্ষণে সোশ্যাল মিডিয়ায় আরএসএস ও বিজেপি নেতাদের সঙ্গে রিয়াজ আত্তারির ছবি ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে। ফলে, রিয়াজের পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তর্জা শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct