আপনজন ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানে সেনা শাসনের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভে গুলি ছোড়ার ঘটনায় এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে লাখো মানুষ যোগ দেন। তাদের দাবি ছিল, সেনাবাহিনীকে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিকেলে রাজধানী খার্তুমের কেন্দ্রস্থলে সংখ্যায় বাড়তে থাকা বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। তাদের হিসাবে খার্তুম ও এর জোড়া শহর ওমদুরমান ও বাহরিতে অন্তত লাখখানেক লোক জড়ো হয়েছিল, যা কয়েকমাসের মধ্যে সর্বোচ্চ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওমদুরমান থেকে খার্তুমে যাওয়া আটকানোর চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে, এরপরও পরে কিছু বিক্ষোভকারী নদীর অপর পাড়ে চলে আসতে সক্ষম হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct