মনজুর আলম, মগরাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দুই নম্বর ব্লকের যুগদিয়া এলাকায় যুগদিয়া স্পোর্টিং ক্লাব মাঠে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা ও ক্যান্সার টেস্ট পরীক্ষা করা হয়। রোটারি ক্লাব অফ ক্যালকাটা এই সংস্থার তত্ত্বাবধানে অত্যাধুনিক যন্ত্রপাতিসসহ মোবাইল ভ্যান দিয়ে দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন এলাকায় এই পরীক্ষা চালানো হয় বলে জানান সংস্থার আধিকারিক রোলি ঠাকুর। তিনি আরো জানান, এদিনের প্রায় ২০০ জন রোগী আসেন এই সেন্টারে, অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা এক্স-রে, রক্ত পরীক্ষা ,সুগার টেস্ট, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা করা হয় যুগদিয়া স্পোটিং ক্লাবের নিজস্ব ভবনে, স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন জয়নগর চক্ষু হাসপাতালের কর্ণধার আতিয়ার রহমান, রোটারি ক্লাব অফ কলকাতার আধিকারিক রোলি ঠাকুর , প্রদীপ জি, শরৎ কাটুর সহ আধিকারিকরা ,দূর দুরান্ত থেকে প্রচুর রোগী ক্যান্সার চিকিৎসা করাতে আসেন এদিনে জানান ক্লাবের আধিকারিক সাজিদ হোসেন মোল্লা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct