মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়ার নাকাশিপাড়া বেথুয়ারী পশ্চিম জগদানন্দপুর মাঠপাড়া শিশুর সমন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলে খাবারে পোকা মিলল। মিড ডে মিলের খাবারে পোকা মেলার কারণে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীদের অভিভাবক ও এলাকার বাসিন্দারা। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এলাকার খাদ্য শিশুর জন্য মিড ডে মিলের খাবার নিতে আসেন পড়ুয়াদের অভিভাবকরা। তাদের মধ্যে শিউলি মন্ডল একজনের খাবারে জীবন্ত পোকা বাড়িতে নিয়ে গিয়ে মিক্সিতে ঢালতেই পোকা বেরিয়ে আসে। বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জানানোর পর তার দায় স্বীকার করে নেন অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্রের হেলপার সবিতা দাস এবং অঙ্গনওয়াড়ি শিক্ষিকা অনিতা রায় দাস। তারা জানান, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যখন খাবার দিয়েছিলেন তখন তারা কোনও পোকা দেখতে পাননি খাবারে। পরে অভিভাবকরা তাদেরকে এ বিষয়টি এসে অভিযোগ জানান। অভিযাগোর খবর পেয়ে নাকাশিপাড়া বিডিও কল্লোল বিশ্বাস এবং সিডিপিও ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি দেখেন।এই নিয়ে তারা তদন্ত করবেন বলে জানান। এদিকে বেথুয়াডহরী এক নম্বর অঞ্চলের প্রধান পুলক সিংহ ঘটনাস্থলে এসে স্বচক্ষে বিষয়টি দেখেন এবং তিনি জানান এই নিয়ে বিষয়টি তিনি তদন্ত করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান। এদিকে যেখানে মিড ডে মিলের রান্না হয় সেই জায়গাটি অত্যন্ত অপরিচ্ছন্ন নোংরা গর্ত জঙ্গল অবস্থায় শিশুদের খাবার উপযুক্ত নয় এগুলো দেখা গিয়েছে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct