সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: ১ লা জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের ১৪০ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে বিধান শিশু উদ্যান কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক সহ দুই শতাধিক অভিভাবকগন। তামাম বাঙালি হৃদয়ে বিরাজমান বিধান শিশু উদ্যান। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় স্মরণে তাঁরই ডানহাত অতুল্য ঘোষ গড়ে গেছেন বিধান শিশু উদ্যান থেকে বিধান শিশু হাসপাতাল। যা আজও খাঁটি বাঙালিয়ানার পথে শৈশবকালকে উন্নতর পথে নিয়ে যাচ্ছে বিধান শিশু উদ্যান। বিধান শিশু উদ্যান তৈরি করেন অতুল্য ঘোষ। যিনি শিশুদের কাছে ‘কানাদাদু’ হিসাবে পরিচিত ছিলেন। সেই দাদুর ভাবনা পাথেয় করে আমরা এগিয়ে চলেছি বলে জানিয়েছেন ‘বিধান শিশু উদ্যান’ এর সম্পাদক গৌতম তালুকদার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct