নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: মালদা জেলা প্রশাসনের নির্দেশে ও হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লক প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর হাই মাদ্রাসার কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে শিক্ষা ও সচেতনতামূলক পরিদর্শন অনুষ্ঠিত হয়। ব্লক প্রশাসনিক ভবন থেকে এই কর্মসূচি সূচনা হয়।ব্লক প্রশাসনিক ভবন থেকে প্রথমে মশালদহ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগ সহ অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করেন কন্যাশ্রী মেয়েরা। হাসপাতালের অন্বেষা ক্লিনিকের কাউন্সিলর গৌরী সিং কন্যাশ্রী মেয়েদের সামনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন। সেখান থেকে হরিশ্চন্দ্রপুর থানায় আসে কন্যাশ্রী মেয়েরা।
আইসি দেবদূত গজমের জিডি, এফ আই আর, পকসো আইন,১০০ ফোন ডায়াল, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। থানা থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও সহ কৃষি অধিকর্তার দপ্তরে যাওয়া হয়। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব আধিকারিক অহীন মিত্র এই দপ্তরে যেসব কাজকর্ম হয় তা সবিস্তারে তুলে ধরেন। হরিশ্চন্দ্রপুর-২ব্লকের সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য কৃষি দপ্তর থেকে চাষিদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় সেই সম্পর্কে অবগত করেন। এরপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বারদুয়ারী শাখায় ব্যাঙ্ক ম্যানেজার ব্যাংকে খাতা খোলা, সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আলোচনা করেন। সব শেষে আবার ব্লক প্রশাসনিক ভবনে ফিরে আসেন কন্যশ্রী মেয়েরা। তাদের ব্লকের বিভিন্ন দপ্তর পরিদর্শন করানো হয়। ব্লকের বিভিন্ন দপ্তরের কাজকর্ম দেখেন কন্যশ্রী মেয়েরা ।হরিশ্চন্দ্রপুর-২ব্লকের বিডিও বিজয় গিরি কন্যশ্রী মেয়েদের নিয়ে একপ্রস্থ আলোচনা করেন। ব্লক প্রশাসনের এই কর্মসূচি তে অংশ গ্ৰহণ করেন ব্লকের জগন্নাথপুর হাই মাদ্রাসার ১২জন কন্যাশ্রী ছাত্রী। ব্লকের শিক্ষা ও সচেতনতা মূলক এই পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হজরত উমার ফারুক,ব্লকের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল মোবিন,ব্লকের পঞ্চায়েত একাউন্ট অডিট অফিসার দেবমাল্য দাস প্রমুখ। জগন্নাথপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ সাহাবুদ্দিন বলেন,পড়াশোনা করার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প ও দপ্তরের কাজকর্ম সম্পর্কে জানাও একান্ত প্রয়োজন।ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে আমাদের মাদ্রাসার কন্যাশ্রী ছাত্রীরা অংশ গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। এই জন্য ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct