সজিবুল ইসলাম, ডোমকলে, আপনজন: কানহাইয়া লাল হত্যাকাণ্ড নিয়ে উত্তাল দেশ। এবার সেই কানহাইয়া লালের হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ দেখালেন জুম্মা মসজিদের মুসল্লিরা। জানা যায় মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়াল্লিশপাড়ার খিলিপাড়া গ্রামে জুম্মা মসজিদের মুসল্লিদের উদ্যোগে জুমার নামাজ শেষে কানহাইয়া লালের হত্যাকারীদের শাস্তি দাবিতে প্রতিবাদ দেখায় মুসল্লিরা। সাথে নবী মুহাম্মদ সা.-কে অপমানকারী নূপুর শর্মার শাস্তির দাবি করেন তারা। এমনকি মালদার আফরাজুল, যাকে রাজস্থানে কোপানোর পর পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেই আফরাজুলের ন্যায় বিচারের দাবিতে স্লোগান উঠে।
এ প্রতিবাদ সভায় আসিফ রনি নামের জৈনিক মুসল্লি জানান,রাজস্থানের উদয়পুরে পেশায় দর্জি কানহাইয়া লালের হত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ইসলাম কখনো নিজের হাতে আইন তুলে নিতে বলে না। পবিত্র কুরআনে বলা হয়েছে অন্যায় ভাবে যদি কাউকে হত্যা কর হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। তিনি আরো জানান ইসলামী আইনি ব্যবস্থায় কোন ব্যক্তি নিজের হাতে আইন তুলে নিতে পারেনা, আইন প্রয়োগ করবে রাস্ট্র। তোহাদ্দেশ সেখ জানায়, নিজের হাতে আইন তুলে নেওয়া কখনোই কাম্য নয়। ইসলাম আমাদের সেই শিক্ষা দেয় নি। এ হত্যার পিছনে যারা রয়েছে তাদের যেমন দৃষ্টান্ত শাস্তি দাবি করছি তেমনভাবে নবী অবমাননাকারী নুপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct