জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় , পাহাড় তলি, বাঘমুন্ডি , সিরকাবাদ, পুরুলিয়া শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে বুধবার উদযাপিত হলো হুল দিবস। এই হুল দিবস সাঁওতালদের জাত্যভিমান ও গৌরবের দিন। ১৮৫৫ সালে ৩০ ই জুন শুরু হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। আর তা শেষ হয় ১৮৫৬ সালের নভেম্বর মাসে । এই সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দেন সিধু, কানহো, চাঁদ ও ভৈরব সহ প্রমুখ সাঁওতাল নেতারা। সাঁওতাল বিদ্রোহের লেলিহান শিখা ব্রিটিশ সরকারের মসনদ কাঁপিয়ে দিয়েছিল। সাঁওতাল বিদ্রোহ প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা ও বিহারের ভাগলপুরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct