আপনজন ডেস্ক: প্রতিবছরই দেশের প্রধান দুই উৎসব ইদুল ফিতর এবং ইদুল আযহা’র সময় রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার নির্ঘণ্ট দেওয়া হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা ঈদের সময় পরীক্ষার সূচী ঘোষণার প্রতিবাদে সল্টলেকর বিকাশ ভবনের কাছে ধর্ণা ও বিক্ষোভ সমাবেশ করে। এই সমাবেশ থেকে সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ওয়াজুদ্দিন আহমেদ দাবি করে, “ঈদের সময় পরীক্ষা গ্রহণের প্রচেষ্টা একটি ঘৃণ্য প্রয়াশ। এটা প্রতিবছরই ঈদের সময় করা হয়।” আব্দুল ওয়াকিল বলেন “মুসলিমদের প্রধান দুই উৎসবের সময় পরীক্ষা নেওয়া একপ্রকার বঞ্ছনা। কোচবিহারের একজন ছাত্র কিভাবে ইদ পালন করে ঈদের পরের দিন কলকাতায় এসে পরীক্ষা দেবে?” তিনি আরও বলেন, “প্রতি বছর ঈদের সময় পরীক্ষার নির্ঘণ্ট রাখা হয়। আর তারপর সূচি পরিবর্তনের দাবি উঠলে অনিচ্ছাকৃত ভুল বলে পরীক্ষার সূচি বদল করা হয়। এই অনিচ্ছাকৃত ভুল আর কতদিন চলবে।” প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের সেমিনার অনুষ্ঠিত হয় ইদুল ফিতরের দিন। উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা করে সংগঠনের জনসংযোগ সম্পাদক বলেন “কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ রাখা হয়েছে ইদুল আযহা’র পরের দিন। সংখ্যালঘু পড়ুয়াদের উপর এই মানসিক নির্যাতন কবে বন্ধ হবে?” এই সমস্যার সমাধানে শিক্ষামন্ত্রী ব্রত্য বসুর হস্তক্ষেপ দাবি করেন। এইদিন ধর্ণা মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত সেখ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালমান সামিম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct