মোল্লা মুয়াজ ইসলাম, রায়না, আপনজন: স্কুলের রাস্তায় যানজট ও ছাত্রীরা ইভটিজিং এর শিকার সমস্যা মোকাবেলায় প্রধান শিক্ষকের আরজিতে ছুটে এলেন জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া । সেহারা বাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশন এক ঐতিহ্যশালী স্কুল। এই স্কুলের প্রধান শিক্ষক মোজাফফর আহমেদ সাহায্য চাইলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়নার বিধায়িকার সম্পা ধারার কাছে। স্কুলের রাস্তায় এতই যানজট ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা স্কুলে আসতে পারছেন না। তাছাড়া বখাটে ছেলেদের অত্যাচারে ছাত্রীদের স্কুলে আসা মুশকিল হয়ে পড়েছে। সঙ্গে আরো দুটি স্কুল রাধারানী বালিকা বিদ্যালয় ও সেহারাবাজার এফ পি প্রাইমারি স্কুলের একই অবস্থা। চন্দ্র কুমার ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোজাফ্ফার আহমেদ , সভাপতি স্বদেশ রায় , রাধারানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বানী মুখোপাধ্যায় , সেহারা আউটপোস্টের বড়বাবু রাজেশ মাহাতো ,স্থানীয় প্রধান দয়াবতী বাগ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা এই সমস্যা সমাধানে সচেষ্ট হন। পুলিশ প্রশাসনের তরফ থেকে ছাত্রীদের ইভটিজিং করা হাতে মোকাবেলা করা হবে বলে জানান । এর সঙ্গে যানজট কিভাবে মোকাবেলা করা যায় তার সঙ্গে স্কুলের সার্বিক উন্নয়ন কিভাবে করা যায় সভাধিপতি তার দায়িত্ব নিয়েছেন। প্রধান শিক্ষক সভাধিপতি তথা রায়নার বিধায়িকার আশ্বাস পেয়ে খুশি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct