সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: গ্রাম পঞ্চায়েতের গাছ বিনা অনুমতিতে কেটে পাচার করার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের বুথ সভাপতি সহ মোট ৬ জন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার নারায়নপুর এলাকায়। তৃণমূলের ধৃত বুথ সভাপতির নাম হরিশঙ্কর শ্যাম। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বাঁকুড়ার ইন্দাস থানার নারায়নপুর গ্রামে স্থানীয় শাসপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বেশ কয়েকবছর আগে ইউক্যালিপটাশ গাছ লাগানো হয়েছিল। গতকাল বিকালে স্থানীয় এক ব্যাক্তির নজরে আসে হরিশঙ্কর শ্যাম সহ আরো বেশ কয়েকজন ওই গাছ কেটে ফেলছে। এরপর তিনি ইন্দাস থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। গাছ কাটার কাজে যুক্তরা গাছ কেটে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যাপারে বৈধ অনুমতি দেখাতে না পারায় তৃণমূলের ওই বুথ সভাপতি সহ মোট ৬ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। আদালত ধৃতদের জামিনের আবেদন নাকচ করে আগামীকাল কেস ডায়েরি চেয়ে পাঠায়। কেটে ফেলা গাছগুলি সরকারী জায়গায় ছিল নাকি সেগুলি কারো ব্যাক্তিগত জায়গায় ছিল সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে এই ঘটনা সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিরোধী বিজেপি ও সিপিএম। তৃণমূলের তরফে জানানো হয়েছে কেউ অন্যায় করে থাকলে আইনানুগ ব্যবস্থা হবে। বিজেপি ও সিপিএম ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছে বলেও দাবী করেছে তৃণমূল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct