আপনজন ডেস্ক: গত মৌসুমে একদম শেষ দিনে গিয়ে শিরোপা নির্ধারণ হয়েছিল সিরি ‘আ’তে। নিজ নিজ ম্যাচে প্রত্যাশিত জয় পাওয়ায় এসি মিলান ও ইন্টার মিলান এক ও দুইয়ে থেকে লিগ শেষ করেছে। কিন্তু শেষ ম্যাচে যদি মিলান ড্র করত এবং ইন্টার জয় পেত, তখনই নানা হিসাব-নিকাশ হাজির হতো। তখন দেখা হতো মুখোমুখি লড়াইয়ে কোন দল এগিয়ে। সেখানে যদি দুই দল সমতায় থাকত, তখন দেখা হতো, মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে কে এগিয়ে। এতেও সমাধান না মিললে একে একে গোল ব্যবধান, গোল করা এবং ড্র করায় কারা এগিয়ে, সেটা দেখা হতো। এমন কঠিন সব হিসাব থেকে মুক্তির সহজ পথ বেছে নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। যদি লিগের শেষ ম্যাচের পরও শীর্ষ দুই ক্লাবের পয়েন্ট সমান হয়, সে ক্ষেত্রে প্লে-অফ আয়োজন করে শিরোপা নির্ধারণ করা হবে। সিরি আ’র ক্লাবগুলোর কাছ থেকে অনুমোদন পেয়েই এই ঘোষণা দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। গত মৌসুম পর্যন্ত লা লিগার মতো মুখোমুখি লড়াই হতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct