সম্প্রীতি মোল্লা , কলকাতা, আপনজন: আদালত অবমাননার ফল হাতেনাতে পেলেন রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার কর্মকর্তারা। এদিন বেতন অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল সকালে। তবে দুপুরেই তা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে রাজ্য বিদ্যুত্ নিগমের জিএম, এমডি-সহ মোট ছ'জন অফিসারের বেতন ফিরিয়ে দিতে হবে বলে জানানো হলো। রাজ্য বিদ্যুত্ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ সময়ের মধ্যে না মেটানোর দায়ে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।তারই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।রাজ্য বিদ্যুত্ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ সময়ের মধ্যে না মেটানোর জন্য গত ২৪ জুন।কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এই বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে হাইকোর্ট দুই বিদ্যুৎ সংস্থার চার জনের বেতন বন্ধের নির্দেশ দিলেও বাস্তবে দুই সংস্থায় ওই পদগুলিতে মোট ছ'জন অফিসার রয়েছেন। তাই কাদের বেতন বন্ধ হবে তাই নিয়ে জল্পনা তৈরি হয়। এদিন সেই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন সংস্থার সংশ্লিষ্ট আইনজীবী। কাদের বেতন বন্ধ হবে? সেই ব্যাপারে নির্দেশ চান সংস্থার আইনজীবী। আর তাতেই আদালত ওই ছ'জনেরই বেতন বন্ধের নির্দেশ দেয়। তারপরেই ওই দুই অফিসারের বেতন ফেরানো হয়। গত ২৪ জুন এই মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, যতদিন না বকেয়া ডিএ মেটানো হচ্ছে ততদিন ওই আধিকারিকদের বেতন বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানি এই মামলার। যদি এই সময়ের মধ্যে ডিএ মেটানো হয় তাহলে আগে জানালে আদালত বেতন চালুর নির্দেশ দেবে। এদিকে জিএম, এমডি যেহেতু সংস্থার কর্মী তাই অন্য কর্মীদের ডিএ বকেয়া থাকায় এই কর্মীদেরই বেতন বন্ধ করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, রাজ্যের দুই বিদ্যুত্ সংস্থা পিডিসিএল এবং এসিডিএসএল-এর কর্মীরা আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন তাদের সংস্থার বিরুদ্ধে। তাদের বক্তব্য ছিল, বিগত ৩ বছর ধরে তাদের ডিএ বন্ধ হয়ে গিয়েছে।এই মামলায় আগে কলকাতা হাইকোর্টের ডিএ মেটানোর নির্দেশ থাকলেও রাজ্য সুপ্রিম কোর্টে যায় আপিল পিটিশন দাখিল করে। তবে সুপ্রিম কোর্ট বহাল রাখে কলকাতা হাইকোর্টের নির্দেশ।এরপর অত্যন্ত কড়া অবস্থানে বিচারপতি রাজশেখর মান্থার নিদিষ্ট সময়সীমা বেঁধে দেন বকেয়া ডিএ মেটাতে।তাতেও কোন কাজ না হওয়ায় দুই সংস্থার জিএম এবং এমডিদের বেতন বন্ধের নির্দেশ জারি করা হয় আদালত অবমাননার জন্য।এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৫ জুলাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct