মোল্লা মুয়াজ ইসলাম, দুর্গাপুর, আপনজন: বুধবার দুর্গাপুরের সৃজনী হল প্রশাসনিক বৈঠক সারলেন দুই বর্ধমানকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে শেষ করলেন তিনদিনের পূর্ব ও পশ্চিম বর্ধমান সফর। মুখ্যমন্ত্রী স্বচ্ছভাবে কাজ করার বার্তা দেন। এই বৈঠকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোন উপপ্রধান অট্টালিকার বাড়ি বানালে সেটা খবর করেন। কিন্তু মেমারির বিজুর অঞ্চলের প্রধান ঝর্ণা রায়ের জীবনযাত্রার খবর হওয়া উচিত। অন্যান্য যারা ভালো কাজ করছেন তাদের কথাও তুলে ধরার অনুরোধ করেন। দুই বর্ধমানের যেসব কাজ আটকে আছে সে কাজগুলো দ্রুত বাস্তবায়ন করার কথা বলেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে টাকা আটকে দিচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মেমারির হিমঘরে আলু নষ্ট হওয়ার কথাও তুলে ধরেন এবং চাষিদেরকে সঙ্গ দেয়ার কথা বলেন। মুখ্যমন্ত্রী মাথায় ইট বয়ে গ্রামের রাস্তা তৈরি করার আহব্বান জানান। রাস্তা ভালো না হলে ভোট পাবেন না। আমি নিজে প্রয়োজনে আসব। ধান কেনা এবং ওজন সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক হওয়ার আবেদন করেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে বিডিও কে নির্দেশ দেন ওসিকে সঙ্গে করে সমস্যা সমাধান করার। বর্ধমান শহরের মধ্যে ঘন জনবসতির মধ্যে মিল থাকায় স্থানীয় লোকদের সঙ্গে যে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে সে কথা তুলে ধরেন রাইস মিল অ্যাসোসিয়েশনের আব্দুল মালেক। পূর্ব বর্ধমানের সভাধিপতি সম্পা ধারা পূর্ব বর্ধমানের জেলাপরিষদের কর্মী সংখ্যা কম থাকার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা এবং এজন্য ক্যাবিনেটে আলোচনা করবেন বলে জানান। এই প্রশাসনিক বৈঠকে গোটা রাজ্যের ডিএম, এসপি, এসডিও অফিসাররা উপস্থিত ছিলেন এবং এখান থেকেই মুখ্যমন্ত্রীী অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করেন।