নিজস্ব প্রতিবেদক, মোথাবাড়ি, আপনজন: বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা আবাসিক মাদ্রাসা এখন দিশা দেখাচ্ছে রাজ্য এমনকী ভিন রাজ্যেও। এখান থেকে বহু পড়ুয়া কৃতীত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। অল্প সময়ের মধ্যে বেশ সুনাম অর্জন করেছে মোথাবাড়ি থানার উত্তরলক্ষীপুরের দারুল উলুম আশরাফুল আউলিয়া মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পড়াশোনা করে সাফল্যও পাচ্ছে। দ্বীন ইসলাম ও পার্থিব উভয় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে বহু সংখ্যালঘু ছাত্র। পড়াশোনার পাশাপাশি ভাল মানুষ গড়ার পাঠও দেওয়া হচ্ছে এখানে। গাছপালা ও প্রকৃতির এক অপূর্ব পরিবেশের মধ্যে অবস্থিত এই মাদ্রাসায় সকাল থেকে এশার অবধি পড়াশোনা, স্নান, নমাজ, খাওয়া-দাওয়া, খেলাধূলায় মুখরিত থাকে ছাত্ররা।
মাত্র ৫/৭ জন ছাত্র নিয়ে পথচলা শুরু হয়েছিল। এখন ছাত্র ২০০-র বেশি। শিক্ষক ১১ জন। সংশ্লিষ্ট উত্তর লক্ষীপুর গ্রামপঞ্চায়েত এলাকার সংখ্যালঘু মানুষ ও সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এই বেসরকারি মাদ্রাসা। এলাকার আর্থিক সহযোগিতায় চলছে। এই এলাকার চাঁদপুর, আবরাসটোলা, মিছুটোলা, কাহালা খানপুর, পীরুটোলা, শুকর্দিটোলা, পালুটোলা, চামাটোলা জোহর্দিটোলা-সহ ১০/১২ টি গ্রামের সমাজের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় চলছে। সরকারি সহযোগিতা ছাড়াই এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় এই মাদ্রাসা বড় হয়ে ঊঠছে। এখানে কোনো মাদ্রাসা না থাকায় এই প্রতিষ্ঠান গড়ে ওঠায় ছাত্রদের মধ্যে প্রকৃত দ্বীন ইসলামের আলো ছড়িয়ে পড়ছে। আরবি চর্চা, মূল্যবোধ গঠন, দেশপ্রেম ও নানা ক্ষেত্রে বিকাশ সাধনে অনেকটা এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। ১৯৯৮ সালে স্থাপিত ও পথচলা শুরু। সূত্রে জানা গেছে, এই মাদ্রাসা সঠিক লক্ষে পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র ব্লক ও মালদা জেলার ছাত্রের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, দুই দিনাজপুর, বর্ধমান-সহ অন্যান্য জেলা এমনকী নেপাল, ঝাড়খণ্ড, বিহারের ছাত্রও পড়াশোনা করছে। প্রতি বছর এই মাদ্রাসা থেকে আলিম, ফাজিল, কারী, হাফেজ দক্ষতার সাথে উত্তীর্ণ হয়। কুরআন হাদিস ছাড়াও বাংলা, ইংরেজী, উর্দু, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, শিক্ষাদান দেওয়া হয়। শিক্ষকরা সব স্নাতক পাশ। প্রতি বছর বিশিষ্ট মৌলানা ও অতিথিবর্গের উপস্থিতিতে বাৎসরিক জালসা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মোহা. আখতার নাইমি বলেন, এখান থেকে পড়ে উচ্চশিক্ষায় চলে যাচ্ছে পড়ুয়ারা। কেউ ইমাম, শিক্ষক ও বিভিন্ন পদে ভবিষ্যত যোগদান করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct