জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: প্রত্যাশিত ফল হল ঝালদায়। বাড়ল ব্যবধান। প্রমাণ হয়ে গেল পুরুলিয়ার প্রত্যন্ত ঝালদা শহর খুনের রাজনীতি পছন্দ করে না। যে ঝালদায় কাউন্সিলরের রক্ত ঝরেছিল সেই ঝালদা দ্বিগুণ ভোটে জিতিয়ে দিল নিহত কাউন্সিলরের ভাইপোকে মিঠুন কান্দুকে। গত মঙ্গলবার ছিল ঝালদা পুরসভার ২ নং ওয়ার্ডের উপনির্বাচন। ইভিএম ভোট যন্ত্রে ভোট পড়েছিল ৮১%। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৩৭৯ টি ,যার মধ্যে ভোট পড়েছিল ১১১৫ টি। প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের মিঠুন কান্দু, তৃণমূল কংগ্রেসের জগন্নাথ রজক ও বিজেপির পরেশ চন্দ্র দাস। বুধবার ছিল সেই উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিনক্ষণ। ফলাফলে কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট ৯৩০ টি, তৃণমূল কংগ্রেস ১৫২টি ও বিজেপি ৩৩ টি ভোট। স্বাভাবিকভাবেই এই ওয়ার্ডে ৭৭ টি ভোট জয়ী হন ঝালদা গুলিকাণ্ডে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। ভোট জেতার পর মিঠুন কান্দু বলেন, জয় আগে থেকেই নিশ্চিত ছিল। এই জয় আমার কাকিমার চোখের জলের জয়।
তিনি আরও জানান, কাকার দেখানো পথেই তিনি এগিয়ে যেতে চান এবং কাকার দায়িত্ব ও কর্তব্যকে কাঁধে নিয়েই আগামীর পথে হাঁটবেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জগন্নাথ রজক ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই ওয়ার্ডে আমার জয় নিশ্চিত ছিল। তবে তৃণমূলের অন্তর্ঘাতের কারণেই আমি পরাজিত হয়েছি বড় অঙ্কের ভোটের ব্যবধানে। জেলা তৃণমূল নেতৃত্বকে পাশে পেলেও ঝালদার বেশ কয়েকজন তৃণমূল নেতা আমাকে বলি কা বখরা বানিয়ে দিল। অন্যদিকে বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস জেলা বিজেপি নেতৃত্বের উপর একরাশ ক্ষোভ উগরে অভিযোগের সুরে বলেন, ভোটে দাঁড়িয়ে দিয়ে জেলা বিজেপি নেতৃত্বকে একপলকের জন্য পাশে পাইনি। যেটুকু ভোট পেয়েছি আমার ব্যক্তিগত ভোট। যদিও এই ওয়ার্ডের উপনির্বাচনে প্রথম দিকে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই থাকলেও পরে চিত্রটা একেবারেই বদলে যায়। অবশেষে এই ওয়ার্ডে কংগ্রেসের ধারাবাহিকতা বজায় থাকল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct