জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: পুরুলিয়ার একটি নিজস্ব গানেই বলা হয়েছে, রুখা পাথরা মাটি, খাঁটি যেমন হীরামতি ,ও যে এই মাটিতে ফলে ধ্বনি সোনারই ফসল। হুম, এবার সেটাই একেবারে বাস্তবে করে দেখালেন পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকার এক চাষি। তার তত্ত্বাবধানেই এবার রুখা সুখা পুরুলিয়ার মাটিতে ফলছে সোনার ফসল। জঙ্গলমহলের বাগমুন্ডি ব্লকের ঝাড়খন্ড সীমান্তবর্তী তুন্তুড়ি সুইসা অঞ্চলের প্রত্যন্ত তুন্তুড়ি গ্রামে আপেল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গ্রামের ওই চাষী সর্বেশ্বর কুইরি। জানা যায় গত বছর তার ছেলে ট্রেনিং এ কাশ্মীরে গিয়েছিলেন। আর সেই সময় সেখান থেকে দুটি আপেল গাছের চারা নিয়ে আসেন বাড়িতে। পরে ওই দুটি আপেল গাছের চারা রোপন করে তা যত্ন নিয়ে দেখভাল করা শুরু করেন তারা। তারপর ধীরে ধীরে গাছ দুটি বেড়ে ওঠে ও বেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই ফল দিতে শুরু করে । গতবছর দুটি আপেল গাছে প্রায় ১৫ থেকে ১৬ কেজি আপেল ফলেছিল। তবে এবছর গত বছরের তুলনায় অনেক বেশী ফলন হয়েছে বলে তারা জানান। জানা যায় বাগমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ স্বয়ং এবং তার ব্লক কর্মচারীরা সরজমিনে এসে দেখে গিয়েছেন এই আপেল চাষ। এই মিষ্টি লাল আপেল সাধারণত শীতপ্রধান এলাকায় হয়। তবে নাতিশীতোষ্ণ আবহাওয়াতেও এই ফল যে একেবারেই হয় না তা কিন্তু নয়। তাই পুরুলিয়ার মাটিতে আপেল চাষ করাটা কঠিন হলেও সফল হয়েছেন সর্বেশ্বর কুইরি। বিষয়টি নিয়ে সর্বেশ্বর বাবু জানান ,ছেলে কাশ্মীরে গিয়েছিল সেই সময় দুটি আপেল গাছের চারা নিয়ে আসে বাড়িতে ,পরে ওই দুটি চারা যত্ন সহকারে লাগানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct