আপনজন ডেস্ক: অন্তত ১৭ হাজার ৫৫৫ জন তিব্বতিকে নাগকু শহরের উচ্চ স্থান থেকে দূরে সরিয়ে নেওয়া পরিকল্পনা করেছে চীন। তাদের জীবনযাত্রার মানের উন্নতি ও অঞ্চলের ভঙ্গুর ইকোসিস্টেম রক্ষার লক্ষ্যে চীনের এই পরিকল্পনা বলে দাবি করেছে দেশটি। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দেড় মাসের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৪ হাজার ৫০০ মিটার উচ্চতার স্থানগুলো থেকে শানান শহর এসব তিব্বতিতের স্থানান্তর করা হবে। আঞ্চলিক বনায়ন ও তৃণভূমি প্রশাসনের পরিচালক উ ওয়েই বলেন, শহরের লোকেরা এমন জায়গায় বাস করতো যেখানে বৈরী আবহাওয়া এবং তুলনামূলকভাবে পিছিয়ে থাকা উত্পাদন এবং কম জীবনযাত্রা মান। তিনি আরও জানান, স্থানান্তর স্কিমটি একটি জনকেন্দ্রিক উন্নয়ন চিন্তার প্রতিফলন, পরিবেশগত সুরক্ষা এবং উন্নত জীবনের জন্য মানুষের চাহিদা উভয় বিবেচনা করে করা হয়েছে। খবরে বলা হয়েছে, তিব্বতের প্রায় ১০০টি শহরের ১ লাখ ৩০ হাজারের বেশি লোককে আট বছরে স্থানান্তর পরিকল্পনার আওতায় আনা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct