মোল্লা মুয়াজ ইসলাম, খণ্ডঘোষ, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল খন্ডঘোষের এক যুবকের। মৃত যুবকের নাম মজিদ লায়েক ,বয়স ৩২ বছর।বাড়ি খন্ডঘোষের উজ্জ্বল পুকুর গ্রামে।জানা যায় গতকাল ২৭জুন দুপুর নাগাদ বর্ধমান শহরের গোদা হেলথ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল। সেই জনসভাতে যোগদিতে অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকদের সাথে ট্রাক্টরের চেপে যাচ্ছিলেন ওই যুবক। সেই সময় বর্ধমান শহরের আজিরবাগান মোড় এলাকায় ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। এর পরেই তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বর্ধমান অনাময় হাসপাতাল। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া গোটা খন্ডঘোষে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct