রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের লক্ষিজলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ লক্ষিজলা এবং বাবুপুর যাওয়ার একমাত্র পথ বাঁধ সেই বাঁধ দিয়ে বহুদিন ধরে যাতায়াত স্কুলের ছাত্র ছাত্রী, গ্রামের ফেরিওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষের। এই বাঁধ বর্ষার সময় বিপর্যস্ত আকার ধারণ করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। বর্ষার জলের চাপে প্রতিবছর কেটে যায় সেই মাটির কাচা বাঁধ। যার ফলেই মুলুত ৫ টি পঞ্চায়েতের বিঘা বিঘা চাষ করা জমি সহ্ সাধারণ মানুষ ক্ষতির সমুক্ষিন হয়। পাঁচটি পঞ্চায়েতের মানুষের কথা সহ চাষ আবাদ জমির কথা ভেবে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্লুইচ গেট নির্মাণের অর্থ বরাব্দ করা হয়। সূত্রের খবর সেখানে স্লুইচ গেট নির্মাণের জন্য মাটি খননের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছিল। এই নিয়ে এলাকার জনসাধারণ ও কৃষক বন্ধুদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়। সূত্র মারফত জানা যায় হঠাৎ সেই কাজ বন্ধ করে বাঁশ ও মাটি দিয়ে বাঁধানো হচ্ছে বাঁধ। এই নিয়ে চাঞ্চল্য শুরু হয় এলাকায়। এই নিয়ে সাধারণ মানুষ সহ এলাকার বিশিষ্ট জনেরা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক প্রশাসনের উপর প্রশ্ন করেন অর্থ বরাদ্দ হওয়ার পরেও কেন স্লুইচগেট নির্মাণের কাজ বন্ধ করা হল।
এই নিয়ে রঘুনাথগঞ্জ ২নম্বর ব্লক বি ডি ও সৌরভ বোস বলেন, সামনেই আর কয়েকদিন পর বর্ষা শুরু হতে চলেছে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে কাজ স্থগিত রাখা হচ্ছে। যদি এই মুহূর্তে ওই বাঁধ বাসের ফরাস এবং মাটি দিয়ে আপাতত বন্ধ করা না হয় তবে জমিসহ সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হবে। তাই সকলের কথা ভেবে এবং চাষাবাদ জমির কথা ভেবে আমরা এই কাজ স্থগিত রাখছি। তিনি আরো বলেন এই সুইজ গেট নির্মাণের কাজ কিছুদিনের মধ্যেই আবারও শুরু করা হবে এতে হতাশ হওয়ার কিছু নেই। তবে এই প্রসঙ্গে এলাকার মানুষ ও কৃষক বন্ধুরা বলেন স্থগিত হওয়া এই কাজ আদৌ কি পূর্ণবহাল হবে সংশয় থাকছে তাদের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct