সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সোমবার থেকে রাজ্যে খুলে গেল সমস্ত স্কুল। গত শনিবারই দেওয়া হয়েছিল স্কুল খোলার বিজ্ঞপ্তি। গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও গরম বাড়তে থাকে তার জন্য আরও ১১ দিন বেশি ছুটি দেওয়া হয়েছিল। তাই আজ থেকে আবার দেখা গেল স্কুল মুখী হতে পড়ুয়াদের, স্কুল খোলায় আনন্দিত পড়ুয়া থেকে অভিভাবক মহল। এখনো পর্যন্ত কোভিড প্রোটোকল মেনেই স্কুল খোলা হবে বা কোভিড বিধি সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এমনই চিত্র দেখা যায় বীরভূমের দুরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে। সোমবার উক্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সামাজিক দূরত্ব বজায় ও মুখে মাস্ক লাগিয়ে শ্রেণি কক্ষে পড়াশোনা করছে। দীর্ঘদিন পর স্কুল খোলায় স্বভাবতই খুশির হাওয়া পড়ুয়াদের চোখে মুখে। শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ জানান, আমরা দু’দিন আগে থাকতেই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থেকে স্যানিটাইজ করানোর কাজ করে রাখা হয়েছে। পাশাপাশি উপস্থিত পড়ুয়াদের প্রেয়ার গ্রাউণ্ডে বলে দেওয়া হয় যে, মুখে মাস্ক লাগিয়ে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টিফিন ভাগাভাগি করে না খাওয়া। তাছাড়াও এর আগে পড়ুয়াদের হোয়াটস্এপ গ্রুপে কোভিডের নিয়মাবলিগুলো পাঠানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct