আপনজন ডেস্ক: বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনের তিতুমীর সভাকক্ষে বেডস এর পক্ষ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম, ফাজিল, হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় যারা সেরা দশে স্থান অধিকার করেছে তাদেরকে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন বেডসের রাজ্য সভাপতি আমিন ইসলাম, রাজ্য সম্পাদক সাজাহান মন্ডল, সহ সভাপতি আলফাজ হোসেন, বেডসের শিক্ষা সচিব এ.কালাম, সিরাতের রাজ্য সম্পাদক, কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর ও শিক্ষক আবু সিদ্দিক খান, দেগঙ্গা ব্লকের সভাপতি মফিদুল ইসলাম, হাড়োয়া ব্লকের সভাপতি আব্দুল খালেক, ডা. কাজি আব্দুল মুহিত, অধ্যাপিকা মৌসুমি পাল, শিক্ষারত্ন অসিম বিশ্বাস, অশোক দাস, রাকিবুল ইসলাম, মোনালিসা হালদার প্রমুখ। এদিন আলিমে প্রথম মুজাহিদুল ইসলাম, পঞ্চম মাসুম বিল্লাহ বিশ্বাস, ফাজিলে তৃতীয় রেজওয়ান আহসান, ফাজিলে পঞ্চম আব্দুল মাতিন মোল্লা, হাই মাদ্রাসার কৃতি ছাত্রী রেশমিকা খাতুন, মাধ্যমিকে অষ্টম সোহম পাল, উচ্চ মাধ্যমিকে দশম অঙ্কিতা রায় স্বারসত নাইয়া সহ ১৩ জনকে পুরস্কৃত করা হয়। সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন সাবলীল হতে পারে না। আগামী দিনের দেশের ভবিষ্যত প্রজন্ম বিশেষ করে ছাত্র সমাজ। তাদের অসামান্য সাফল্যের স্বীকৃতি প্রদান করে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করে বেডস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct