মোস্তাফিজুর রহমান, কলকাতা, আপনজন: গত মরসুমে অল্পের জন্য হাতছাড়া হয়েছে আই লিগ। তার অন্যতম প্রধান কারণ, শ্লথ রক্ষণ। তাই এবার রক্ষনে গতি বাড়াতে সেনেগালের ডিফেন্ডার ওসমান এন’দিয়ায়ে’কে সই করালো সাদাকালো শিবির। বর্তমানে কাজাখাস্তান প্রিমিয়ার লিগের ক্লাব ‘কায়সার’এ খেলেন তিনি। তাঁর উত্থান ফ্রান্সের বিখ্যাত ক্লাব অলিম্পিক লিঁও’র যুব দল থেকে। এরপর মলডোবা,তুরস্কের মতো একাধিক দেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন বছর তিরিশের ওসমান।এবার সেই ওসমানকে এনে নিজেদের রক্ষন শক্তিশালী করতে চাইছেন আন্দ্রে চের্ণিশভের দল।মহামেডানের একের পর এক চমকই বলে দিচ্ছে, তাঁরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে।এখন দেখার ৬ ফুট ১ ইঞ্চির দীর্ঘদেহী ওসমান মহামেডানকে কতটা উচ্চতাতে নিয়ে যেতে সক্ষম হয়!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct