আপনজন ডেস্ক: সংখ্যালঘুদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে তাকে আরবি মাসের ১০ জিলহজ। আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই প্রতিটি আরবি মাসের শুরু নির্ভর করতে হয় চাঁদ ওঠার উপর। তাই ঈদুল আজহা বা বকরিদ আরবি মাস অনুযায়ী ১০ জিলহজ হওয়ায় এ বছর ইংরেজি তারিখ ৯ জুলাই অথবা ১০ জুলাই হতে পারে। যদি চলতি মাস জিলক্বদ ২৯ দিনে শেষ হয় তাহলে জিলহজ মাসের ১০ তারিখ ৯ জুলাই পড়বে। আর যদি ৩০ দিনে শেষ হয় তাহলে ১০ জিলহজ ১০ জুলাই পড়বে। তাই এ বছর ৯ জুলাই বা ১০ জুলাই কোনও একদিন ঈদুল আজহা পড়বে তা জিলহজ মাসের চাঁদ না দেখে বলা সম্ভব নয়। অথচ, সেই ঈদুল আজহার সম্ভাবনাময় দিন ৯ জুলাই বারাসতে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেশ কয়েকটি পরীক্ষার দিন নির্ধারিত করেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ২০২২ সালের বিএ, বিএসসি, বিবিএ-র যে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ৯ জুলাই দুপুর এগারোটা থেকে ১টা পলিটিক্যাল সায়েন্স ও ইলেক্ট্রনিক্সের অনার্সের থিয়োরেটিক্যাল পরীক্ষা রাখা হয়েছে। যদিও ৯ জুলাই ঈদ হয় তাহলে সংখ্যালঘু পরীক্ষার্থীরা কী করে ওই দিন পরীক্ষা দিতে যাবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। উল্লেখ্য, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এক উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম পড়ুয়া রয়েছে। তাদের উৎসবের কথা মাথায় রেখে রাজ্য সরকার পরিচালিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পরীক্ষার দিন নির্দারণ করা উচিত ছিল বলে মনে করছে সংখ্যালঘু সমাজ। ইতিমধ্যে সংখ্যালঘু মহল থেকে সম্ভাব্য ঈদের দিন পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct