আপনজন ডেস্ক: চলমান নানাবিধ সংকটের মধ্যে ফের তেলের দাম বৃদ্ধি নিয়েছে শ্রীলংকা সরকার। এর ফলে জনগণের দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। রোববার দেশটির সরকারি তেল ও গ্যাস কোম্পানি সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) জানায়, গণপরিবহনে ব্যাপক ব্যবহৃত জ্বালানি ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৬০ ১.২৭ ডলার করা হয়েছে। আর পেট্রলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ১.৫১ ডলার করা হয়েছে। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলংকা। বৈদেশিক মুদ্রার মজুতসংকটে দেশটির সরকার খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না। পেট্রল ও ডিজেল সংগ্রহের জন্য জ্বালানি স্টেশনগুলোতে ভিড় করা মানুষের নজিরবিহীন দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এর মধ্যেই রোববার জ্বালানির দাম বাড়াল সরকার। শ্রীলংকার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা ভিজেসেকেরা বলেছেন, তেলের নতুন চালান পেতে অনির্দিষ্টকাল দেরি হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct