রাকিবুল ইসলাম, বহরমপুর, আপনজন: রবিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হ। পাশাপাশি ড্রাগের নেশার বিরুদ্ধে একজোট হওয়ার শপথ নিয়ে একটি পদযাত্রা করা হয় এদিন। মুর্শিদাবাদের বহরমপুরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়া এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে শবরী রাজকুমার, বহরমপুর সদর অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, সহ একাধিক পুলিশ কর্মীরা। এই অনুষ্ঠানে পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন বহরমপুরের একাধিক কলেজের পড়ুয়ারা এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমাদের আলোর পথে অ্যাপের মাধ্যমে কোনো ছেলেমেয়ে যদি মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে সেই তথ্য পুলিশকে জানালে পুলিশ তাদের রিহ্যাবিটেশনের ব্যবস্থা করবে । এবং যারা মাদক করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আর্ন্তজাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস উদযাপন হয় দৌলতাবাদ থানার ওসি দেবাশিস ঘোষের উদ্যোগে । এদিন উপস্থিত ছিলেন দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ অন্যান্য পুলিশকর্মীরা সহ সিভিক ভলেন্টিয়ারা। আন্তর্জাতিক মাদক বরোধী দিবস উদযাপন করলো লালগোলা থানাও। এ উপলক্ষে একটি পদযাত্রারও আয়োজন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct