নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, আপনজন: “জাগ্রত বিবেক মানবিক সমাজ” এই শিরোনামে এক পক্ষ ব্যাপী এক গুরুত্বপূর্ণ প্রচার অভিযান শুরু করেছে জামাআতে ইসলামী হিন্দ-এর পশ্চিমবঙ্গ শাখা।তারই অংশ হিসেবে রামপুরহাটে জামাআতের জেলা অফিসের সেমিনার হলে সকাল ১০টা থেকে ১২.৩০ পর্যন্ত এই সভার আয়োজন করে জেলা জামাত। যথারীতি তাজকির বিল কুরআনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জামা’আতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার দাওয়াহ সেক্রেটারি জনাব সাদাব মাসুম সাহেব, তিনিই এই ক্যাম্পেইনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উপস্থিত মুসলিম-অমুসলিম সূধীবৃন্দের মাঝে মূল বক্তব্য পেশ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন নলহাটি হিরালাল ভকত কলেজের প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম নুরানী মহাশয়, প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাঃ আব্দুল করিম, রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের দ্বয় প্রণয় রন্জন সরকার ও হৃদয় রায়, প্রখ্যাত কীর্তনীয়া বুদ্ধদেব দাস প্রমুখ। উপস্থিত আলোচকগন সকলেই সহমত পোষণ করেন যে কল্যাণকর ও সমৃদ্ধশালী দেশ গড়তে হলে আমাদের সমাজকে অবশ্যই মানবিক হতে হবে এবং আমাদের বিবেককেও জাগ্রত রাখতে হবে ।ন্যায়অন্যায় এর বিবেক বোধকে জাগ্রত করতে হবে । উপস্থিত বীরভূম জেলা জাম’আতের সভাপতি আসগার আলি ও রামপুরহাটের মোকামী আমির ডাক্তার আমিন আহম্মদ সাহেব ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct