জাহেদ মিস্ত্রী, ক্যানিং, আপনজন: রবিবার সকালে মৎসজীবীদের জালে ধরা পড়ল ১১ কেজির বিরল প্রজাতির এক কচ্ছপ। প্রত্যেক দিনের মতো ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের রাজপুর কৃষ্ণকালী কলোনীর তিন মৎস্যজীবী তপন দাস,নির্মল দাস ও দুঃখীরাম মন্ডল নদীতে মাছ ধরতে গেলে তাদের জালে ওঠে এই বিরল প্রজাতির কচ্ছপটি। তারপর কচ্ছপ থেকে কি করবেন তা বুঝতে না পেরে স্থানীয় তৃণমূল নেতা পবিত্র সাফুঁইকে তারা ঘটনার কথা জানালে, তিনি বনদপ্তরে খবর দেন এবং পরে বনদপ্তর কর্মীরা গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে। বনদপ্তর সুত্রে খবর এই কচ্ছপটি অস্ট্রেলিয়ান প্রজাতির। কচ্ছপটির শারীরিক পরীক্ষা করার পর সুন্দরবনের নদীতে ছেড়ে দেয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct