নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: শনিবার সকালে হাওড়ার বালিতে এক কর্মসূচিতে এসে রেড ভলেন্টিয়ার্সদের কাজের ভূয়সী প্রশংসা শোনা গেলো মহঃ সেলিমের গলায়। সেলিম বলেন, সরকার এখন দুয়ারে সরকার করছে। আর যখন কোভিডের সময় মানুষ যমের দুয়ারে পৌঁছে গিয়েছিল তখন রাজ্য বা কেন্দ্রীয় সরকারকে খুঁজে পাওয়া যায়নি। মানুষের বিপদে দাঁড়িয়েছিল এই রেড ভলেন্টিয়ার্সরাই। বালিতে পতিতপাবন পাঠক শ্রমজীবী ক্যান্টিনের বর্ষপূর্তি উপলক্ষে এক পদযাত্রায় অংশ নিয়ে এদিন রেড ভলেন্টিয়ারদের ভূয়সী প্রশংসা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেন, শুধু বালি বা বেলুড় এই নয়, সারা বাংলায় বিশেষত কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় যেভাবে রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা দিবারাত্র নিজেদের জীবনকে বিপন্ন করে সাধারণ মানুষের বিপদে পাশে এসে দাঁড়িয়েছিলেন তার কোনও তুলনা হয়না। এদিন তিনি বলেন, এখন রাজ্য সরকার দুয়ারে সরকার পালন করছে। অথচ যখন কোভিডের সময় মানুষ যমের দুয়ারে পৌঁছে গিয়েছিলো, তখন এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তখন একমাত্র রেড ভলেন্টিয়ার্সরাই মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল। এভাবেই সেলিম রেড ভলেন্টিয়ার্সদের প্রশংসা করে রাজ্য সরকারের ভূমিকার সমারোচনা করেন। সেই সঙ্গে তিনি আশ্বাস দেন, মানুষর প্রয়োজনে সব সময় রেড ভলেন্টিয়ার্সদের পাওযা যাবে। তারা নিবেদতি প্রাণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct