দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদা রেল পার্কের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করলেন জেলা কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেতাকর্মীরা। শনিবার সকালে মালদা টাউন স্টেশন সংলগ্ন রেল পার্কের প্রধান গেটের সামনে ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষের নেতৃত্বে অবস্থান, বিক্ষোভ শুরু হয় । কয়েক ঘণ্টা ধরে চলে এই অবস্থান বিক্ষোভ। ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ বলেন , আশির দশকে তৎকালীন রেলমন্ত্রী প্রয়াত গনিখান চৌধুরীর উদ্যোগে তৈরি হয়েছিল রেল পার্কটি। রেল পার্কের নাম হুশেন শাহ্ পার্ক বলে ঘোষণা করেছিলেন গনিখান সাহেব। কিন্তু অদ্ভুতভাবে কিছুদিন আগে রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ এই পার্কের নাম পরিবর্তন করে দিয়েছে। আমরা চাই এবিএ গনিখান চৌধুরীর নামে রেল পার্কের নামকরণ করতে হবে । অথবা যে নাম আগে ছিল সে নামেই বহাল রাখতে হবে । নতুন করে রেল পার্কের নাম কেন পরিবর্তন করা হলো তারই প্রতিবাদে এদিন অবস্থান-বিক্ষোভ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct