এহসানুল হক, বসিরহাট, আপনজন: পৌরসভার কাউন্সিলরের একশো দিন উপলক্ষে বসিরহাট সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন মানুষদের সঙ্গে নিয়ে বসিরহাট কাছারি পাড়ার পায়েল সভাকক্ষে একটি নাগরিক কনভেনশনের আয়োজন করা হয় শনিবার। এদিন এই নাগরিক কনভেনশনে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তসী ব্যানার্জি, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাট পৌরসভার উপ চেয়ারম্যান সুবীর সরকার, বসিরহাট সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত ছাড়াও এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ। এদিন একশো দিনের কাজের হিসাব নিকাশ তুলে ধরা হয় পাশাপাশি এলাকায় আরোও কি কি সমস্যা আছে, কি কি উন্নয়ন করা যায় সেই নিয়ে বিশেষ মতামত নেওয়া হয় বিভিন্ন মানুষের কাছ থেকে। এদিন বসিরহাট চেয়ারম্যান অদিতি মিত্র বলেন,আমরা আজ একশো দিন অতিক্রম করছি,অল্পদিনে এলাকার বিভিন্ন জায়গায় কাজ করা সম্ভব নয়। আমরা বিভিন্ন জায়গায় এই অল্পদিনে অনেক কাজ করেছি। আমার খুব ভালো লাগছে একশো দিন উপলক্ষে এক বিশেষ নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়েছে। মানুষদের কাছ থেকে শোনা হয়েছে বিভিন্ন কাজ নিয়ে,মতামত নেওয়া হয়েছে। আপনারা সাহায্য করবেন যাতে আরো কাজ করতে পারি।
এদিন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি বলেন, সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলের উদ্যোগে যে নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়েছে আমি খুবিই আনান্দিত। বসিরহাট এই ওয়ার্ডে দুটো রাস্তা হবে। আর্সেনিক মুক্ত জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এদিন কাউন্সিলর কৌশিক দত্ত বলেন, আমার কাউন্সিলর হওয়ার বয়স একশো দিন অতিক্রম করলাম। মাত্র পাঁচ শতাংশ কাজ করতে পেরেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct