আপনজন ডেস্ক: সপ্তাহান্তের শনিবার সকালে কলকাতাতে হুলস্থুল কাণ্ড। মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালের কার্নিশে উঠে পড়েলন রোগী। জানা গিয়েছে, হাসপাতালের আট তলায় একটি জানলা দিয়ে কার্নিশে উঠে পড়েন এক রোগী। দেখা মাত্রই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। রোগীকে উদ্ধার করার কাজ করছে দমকল। আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার। এই কাণ্ড দেখতে মল্লিকবাজার মোড়ে ভিড় করেছেন প্রচুর মানুষ। যার জেরে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন, এমনই দাবি হাসপাতাল কর্মীদের। ওই রোগীকে বোঝানোর চেষ্টা করছেন হাসপাতালের কর্মীরা। কার্নিশে পা ঝুলিয়ে বসে রয়েছেন ওই রোগী। তাঁকে খাবার দেওয়ার চেষ্টা করছেন দমকলকর্মীরা।দীর্ঘক্ষণের চেষ্টা ব্যর্থ। কার্নিশ থেকে ঝাঁপ দিলেন সেই রোগী। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস্-এর আটতলার কার্নিশে উঠে পড়েন এক রোগী। তাঁকে বারবার নামানোর চেষ্টা করা হয়। কিন্তু , তিনি কোনও কথা শোনেননি। এদিন দুপুর পৌনে একটা নাগাদ তিনি আটতলা থেকে ঝাঁপ দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct