আাজিজুর রহমান, গলসি, আপনজন: গলসি ১ নং ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিন ভারতীয় জাতীয় কংগ্রেস এর গলসি ১ ব্লক কমিটি। এদিন ব্লকের সভাপতি সেখ নবিরুল হকের উদ্দ্যোগে আট দফা দাবীতে ওই ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবী, মিডডে মিল প্রকল্পের টাকা খরচের বেনিয়মের তদন্ত ও এলাকার মিলের নোংরা জল যাতে চাষিদের জমি নষ্ট না করে তার ব্যবস্থা করতে হবে। নতুন সম্প্রসারণ হওয়া ছয় লেনের জাতীয় সড়কের দুইপাশে উন্নত জল নিকাশী ব্যবস্থা করতে হবে। এছাড়া ২ নং জাতীয় সড়ক লাগোয়া গ্রামের ধারে সার্ভিস রোড সহ কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থানীয় পুরসা গ্রামে দুটি আন্ডার পাশ এবং ২ নং জাতীয় সড়কের পারাজ স্টেশন মোড় থেকে পুরসা হাসপাতাল প্রযন্ত আলোর ব্যবস্থা করতে হবে। তাছাড়াও গলসি ১ নং ব্লককে বর্ধমান কৃষি ব্লকের অন্তর্ভুক্ত করতে হবে। তাদের দাবী খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গলসি ১ ব্লক জয়েন্ট বিডিও দীপঙ্কর সরকার। এমনটিই জানিয়েছেন গলসি ১ নং ব্লক কংগ্রেস সভাপতি সেখ নবিরুল হক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct