নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: মালদহের হরিশ্চন্দ্রপুরে আইটিআই কলেজ পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন এলাকার ব্লক প্রশাসনের আধিকারিক এবং আইটিআই কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার মালদা আইটিআই কলেজ থেকে প্রিন্সিপাল তপন কুমার দত্তের নেতৃত্বে একটি দল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসুর সাথে হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজ পরিদর্শনে আসেন। প্রদর্শন চলাকালীন আইটিআই কলেজের জমি দাতা সংগঠন সমিতির সদস্যরা আধিকারিক এবং আইটিআই কলেজের প্রিন্সিপাল কে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি ছিল শুক্রবার এই কলেজ পরিদর্শন হওয়ার কথা কিন্তু কলেজের জন্য জমিদাতা সংগঠনকে বিন্দুমাত্র জানানোর প্রয়োজন মনে করেনি প্রশাসন।
এমনকি কলেজকে ঘিরে তাদের যে সমস্ত দাবি দাওয়া ছিল তাও পূরণ করেনি কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন। অবিলম্বে তাদের দাবিগুলো পূরণ না হলে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও হুমকি দেন কলেজের জমিদাতা সংগঠন সমিতি।অন্যদিকে এই কলেজের প্রাচীর নির্মাণের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার জন্য কলেজের জমিতে থাকা প্রায় চল্লিশটি দোকান কে জায়গা খালি করার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।এদিন এই উচ্ছেদ হতে যাওয়া ব্যবসায়ীরা মালদা আইটিআই কলেজের প্রিন্সিপাল এবং হরিশ্চন্দ্রপুর ১ বিডিও কে ঘিরে পূনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখান। ব্যবসায়ীদের দাবি তারা কলেজ খোলার বিপক্ষে নয়। কিন্তু এই কলেজের প্রাচীর তৈরি করতে গিয়ে প্রশাসন তাদেরকে জায়গা খালি করতে বলেছে। আর তাতেই নিজেদের রুজিরুটি নিয়ে সমস্যায় পড়েছেন এলাকার চল্লিশটি দোকানের ব্যবসায়ীরা। তাদের দাবি এলাকায় দোকান করেই তারা সংসার নির্বাহ করেন। পুনর্বাসনের ব্যবস্থা না করেই এই ভাবে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে সরকার যেটা কখনোই কাম্য নয়। অবিলম্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন তারা। যদিও পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের সঙ্গে পুলিশ বাহিনী। এদিকে বিক্ষোভের মুখে পড়ে চরম অস্বস্তিতে পড়েন মালদা কলেজের প্রিন্সিপাল তপন কুমার দত্ত এবং হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct