আপনজন ডেস্ক: পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। রুশ বাহিনী সেভেরোদোনেতস্ক এবং লিসিচানস্ক অঞ্চল দখল নিতে হামলা জোরদার করেছে। এরই মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ দাবি করেছেন, ডনবাসে অন্তত ২ হাজার ইউক্রেনীয় সেনাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে দেশটির বাহিনী। শুক্রবার সিএনএন ও এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ এই মুখপাত্র বলেন, হিরস্কে এলাকায় আমরা ২ হাজারের বেশি লোককে অবরুদ্ধ করে রেখেছি, এর মধ্যে অন্তত এক হাজার ৮০০ জন ইউক্রেনের সেনা, ১২০ জন নাৎসি, ৮০ জনের বেশি ভাড়াটে সেনা। এছাড়া ৪০টির বেশি সাঁজোয়া যুদ্ধ যান, ৮০টি বন্দুক ও মর্টার জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৪১ সেনা আত্মসমর্পণ করেছে। রাশিয়ার এই দাবি নিয়ে সিএনএনের পক্ষ থেকে ইউক্রেনের সামরিক ও আঞ্চলিক প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct