সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: চলতি বছর বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ২৫৪ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এই ২৫৪ জনের মধ্যে ৯৩ জনের ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা স্ক্রুটিনির সিদ্ধান্ত নেয়। স্ক্রুটিনির আবেদনের জন্য স্কুলের তরফে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ৯৩ জন ছাত্রী স্কুলে আবেদনও জমা দেয়। ওই আবেদনগুলি স্কুলের তরফে ১৭ জুনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টালে আপলোড করার কথা। কিন্তু গতকাল স্কুলের ওই ৯৩ জন পরীক্ষার্থীর পরিবার জানতে পারে স্কুলের তরফে আবেদনগুলি মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব পোর্টালে আপলোডই করেনি স্কুল কর্তৃপক্ষ। আর এতেই একসাথে এতগুলি ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার জন্য স্কুলকে কাঠগোড়ায় তুলে ক্ষোভে ফুঁসতে থাকেন অভিভাবকরা। আজ সকালে সেই ক্ষোভ বিক্ষোভের আকারে আছড়ে পড়ে স্কুলে। বিক্ষোভের মুখে চরম অস্বস্তিতে পড়ে স্কুল কর্তৃপক্ষ। সময়মতো আবেদন মধ্যশিক্ষা দফতরে না পাঠানোর জন্য পোর্টালের গন্ডগোলকে দায়ী করে স্কুল কর্তৃপক্ষের দাবী দফতরের উচ্চ স্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্কুলের সেই শুকনো আশ্বাসে চিঁড়ে ভেজাতে নারাজ অভিভাবকরা। প্রয়োজনে স্কুলের সামনে লাগাতার অবস্থান আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে অভিভাবকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct