নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: মালদহ শহরের রেল পার্কের এই নাম পরিবর্তন নিয়ে হুশিঁয়ারি দিল মালদা তৃণমূল কংগ্রেস। ইংলিশবাজার শহরের রেলওয়ে পার্কের নাম পরিবর্তন বিতর্ক নিয়ে এবার প্রবল প্রতিবাদের হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস। গনি খান চৌধুরির বদলে সুলতান হুসেন শাহের নামে করা হলেও পরে মালদহ রেল পার্কের নতুন নাম করা হয় প্রশান্তি উদ্যান। বিজেপি এই নাম পরিবর্তনকে স্বাগত জানালেও তৃণমূল কগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদে নামল। সম্প্রতি ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএমকে চিঠি লিখে অনুরাধ করেছেন, হুসেন শাহ ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন। তাই তাঁর নামেই আবার এই পার্কের নামকরণ করা হোক। ইংলিশবাজার পুরসভার কাউন্সিলর ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার অভিযোগ করেন, প্রতিষ্ঠার পরে মালদহের রেল পার্কের নাম হুসেন শাহের নামে করা হয়েছিল। অন্যদিকে রেলের একটি স্টেডিয়ামের নামকরণ হয়েছিল বাংলার আরেক রাজা লক্ষ্মণ সেনের নামে। আচমকা রেল এই পার্কের নাম বদলে দিয়েছে। ইতিহাসের প্রতি অবিচার করা হয়েছে। আমরা রেলের এই সিদ্ধান্ত মানছি না। তৃণমূল প্রয়োজনে এর প্রতিবাদে আন্দোলনে নামবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct