আপনজন ডেস্ক: দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুরে প্রথমবার শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একজন ব্রিটিশ নাগরিকের দেহে মাঙ্কিপক্স শনাক্ত করা গেছে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। শনাক্ত হওয়া ব্রিটিশ নাগরিক আক্রান্ত অবস্থায় শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তার সঙ্গে ১৩ জন লোক সংস্পর্শ আসায় তাদের খোঁজ করা হচ্ছে। শনাক্ত ব্যক্তির চিকিৎসা চলছে। এদিকে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct