সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভা এলাকার ৩ টি খালের উপর নির্মিত একাধিক সেতুর বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সেতু সারাই বা পুনঃনির্মাণের দাবি জানিয়ে বিধানসভায় বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর। বৃহস্পতিবার বিধানসভার উল্লেএদিন উল্লেখ পর্বে নওসাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্রের দৃষ্টি আকর্ষণ করে ভাঙড় বিধানসভা এলাকার বিভিন্ন সেতুর ভগ্নপ্রায় দশার কথা তুলে ধরেন। ভাঙড় ১ নম্বর ব্লকের ভাঙড় কাটাখাল ও ঘটকপুকুর খাল এবং ভাঙড় ২ নম্বর ব্লকের বাগজোলা খালের উপর নির্মিত প্রায় ১০ থেকে ১২ টি সেতুর বেহাল দশা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে ভাঙড় ১ নম্বর ব্লকের ঘটকপুকুর খালের উপর নির্মিত চন্ডিপুর সেতু, বড়ালি, সেতু, পাগলাহাট সেতু এবং ভাঙড় ২ নম্বর ব্লকের ভাঙড় কাটা খালের উপর নির্মিত চালতাবেড়িয়া সেতু , বামুনিয়া সেতু, ও বাগজোলা খালের উপর নির্মিত ছেলেগোয়ালিয়া সেতু, কাঠজ্বালা সেতুসহ ১০ থেকে ১২ টি সেতু দীর্ঘ কয়েক বছর ধরে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এর মধ্যে বেশির ভাগ সেতু কাঠ অথবা বাঁশ দিয়ে তৈরি। সেতু গুলির স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশংকা রয়েছে। এলাকার সাধারণ মানুষ সেতু গুলির বেহাল অবস্থা সম্পর্কে স্থানীয় প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করেও তেমন কোনো সূরহা হয়নি বলে অভিযোগ করে আসছিলেন। প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে সেতু গুলি সরাসরি সেচ ও জলপথ দফতরের অধীনে। ফলে স্থানীয় প্রশাসনের এ বিষয়ে তেমন কিছু করার নেই। তবে তারা বিষয়টি বিভাগীয় দফতরকে জানিয়ে রেখেছিলেন। এবার বিষয়টি নিয়ে সরাসরি বিধানসভায় মন্ত্রীর গোচরে এনেছেন স্থানীয় বিধায়ক। মানুষ চাইছেন এবার অন্তত সেতু পারাপারের যন্ত্রণা থেকে মুক্তি হোক। দ্রুত সেতু গুলির সারাই অথবা পুনঃনির্মাণ করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct