জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: প্রচারের ধরণের ফারাকই বুঝিয়ে দিচ্ছে ঝালদার ২ নং ওয়ার্ডের উপনির্বাচনের। তৃণমূলের প্রচারে যেভাবে দেখা যাচ্ছে না মহিলাদের ঠিক তার উল্টোটা ঘটছে কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দুর প্রচারে। ঘর ছেড়ে মহিলারা বেরিয়ে আসছেন প্রচারের মধ্যে নিজেদের সামিল করতে। নিয়মিত এলাকায় বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি ছোট ছোট সভাও করছেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু ও প্রয়াত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। অন্যদিকে তৃণমূলের কয়েকটি ছটো খাটো সভা হলেও সেই সভায় কিন্তু অপ্রাপ্ত বয়স্কদের পাশাপাশি দেখা যাচ্ছে যুব নেতাদের। কয়েকদিন আগে তৃণমূলের একটি প্রচার ছিল ঝালদা আনন্দবাজার দূর্গা মন্দিরের সামনে সেখানেও পুরো হল ভর্তি লোক দেখা যায় নি। দলের অভ্যন্তরেও রয়েছে নিজেদের মধ্যে খেয়ো খেয়ি। অন্যদিকে তপন কান্দু হত্যার ঘটনার আবেগ কে পুরোপুরি ভোটের ময়দানে কাজে লাগাতে নেমে পড়েছে কংগ্রেস। ইতিমধ্যে সিবিআই চার্জশীট দিয়েছে, যেখানে রাজনীতির উল্লেখ থাকলেও রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব কে অভিযুক্ত করা হয় নি।বরং বলা হয়েছে পারবারিক ঘটনা এবং আত্মসম্মানের জন্যই এই খুনের ঘটনা ঘটেছিল কিন্তু ঝালদার মানুষের কোনো হেলদল নেই। ভোটের তিন দিন আগে প্রচারের জৌলসেই বুঝিয়ে দিচ্ছে লড়াই হাড্ডা হাড্ডি নয় লড়াই হতে পারে এক তরফা তবে তৃণমূল আশাবাদী তারা বাজিমাত করবেই। কারণ উন্নয়ন যেভাবে হয়েছে ঝালদায় এবং যেভাবে ঝালদার প্রতিটি এলাকায় তারা উন্নয়নের সুফল পৌঁছে দিয়েছেন তাতে তৃণমূলের প্রার্থীর জয় অবশ্যসম্ভ্যাব্য বলে মনে করছেন তারা কিন্তু কংগ্রেসের বিশ্বাস জিতবেন তাদের প্রার্থীই । আর এই দুই পক্ষের লড়াইয়ে একেবারেই নীচে চলে গিয়েছে বিজেপি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct